Header Ads Widget

Responsive Advertisement

সাগর-রুনি হত্যা তদন্তে র‍্যাবকে সরিয়ে টাস্কফোর্স গঠনের নির্দেশ

                  

সাগর-রুনি হত্যা তদন্তে র‍্যাবকে সরিয়ে টাস্কফোর্স গঠনের নির্দেশ

     সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে র‌্যাবকে দায়িত্ব থেকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।



স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। মামলার তদন্ত কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে ছয় মাসের সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট।

সাগর-রুনি হত্যা মামলার তদন্তভার র‍্যাবকে দেয়ার ব্যাপারে হাইকোর্টের আদেশ সংশোধন চেয়ে এক আবেদন করা হয়।

সেই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার একটি ভাড়া বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি। পরে মেহেরুন রুনির ভাই নওশের রোমান এক হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে এই মামলা তদন্ত করছিল পুলিশ। কয়েকদিনের মাথায় তদন্তভার গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেয়া হয়।

এরপর ২০১২ সালের ১৮ই এপ্রিল হাইকোর্ট র‍্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছে র‍্যাব। 22 22

এ নিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১১ বার পিছিয়েছে। মামলা তদন্তে র‍্যাবের ভূমিকা নিয়ে নানা প্রশ্নও দেখা দেয়।

মামলাটি র‍্যাবের কাছে পাঠানোর ওই আদেশের সংশোধন চেয়ে রোববার স্বরাষ্ট্র সচিবের পক্ষে হাইকোর্টে আবেদনটি করা হয়।        


Post a Comment

0 Comments